জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় রেনু আক্তার (৩৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী মহিলা নিহত হয়েছে। জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের রব্বানী জোয়ার্দ্দারের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে রেনু আক্তার (৩৬) গতকাল বৃহস্পতিবার সকালে সেনেরহুদা কবরস্থানের নিকট রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃতু হয়।