দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার নির্বাচন কাল। গত ৯ অক্টোবর সাধারণসভায় এ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। সাধারণ সভার আগে থেকেই প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে প্রার্থীদের মধ্যে ততোই বাড়ছে ব্যস্ততা। এবারের নির্বাচনে পুরাতনের তুলনায় নতুন মুখের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্যণীয়। ভোটযুদ্ধে বয়স্ক প্রার্থীদের চেয়ে তরুণ প্রার্থীরা প্রচারণায় বেশ এগিয়ে রয়েছে। প্রার্থীরা ছবি সংবলিত পোস্টার ও ব্যানারে ব্যানারে ছেয়ে রেখেছে গোটা এলাকা। শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে যেমন ব্যস্ত প্রার্থীরা, তেমনি ব্যস্ত সমর্থক ও ভোটাররা। যে যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছে হরদম।
গত ৯ অক্টোবর সাধারণসভায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান করা হয় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামকে। সাধারণ সম্পাদক রিপন মণ্ডলকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার করে ১৮ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গত ২ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দর্শনা শাখা ইউনিয়ন কমিটির ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। এদের মধ্যে সহসম্পাদক পদে আনোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে যারা ভোটযুদ্ধে লড়ছেন তারা হলেন- আবু হাসান বাবু (বাইসাইকেল), আব্দুল মোতালেব (লাঙল), আ. আলীম ফকির (হারিকেন) ও মোমিনুল ইসলাম (ছাতা)। সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করলে দ্বিমুখি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে ভোটারদের মুখ থেকে। সহসভাপতি দুটি পদের বিপরিতে রয়েছেন- আবুল হোসেন (হরিণ), ফজলুর রহমান (দাড়িপাল্লা), মিনারুল ইসলাম (খেজুরগাছ), আব্বাস আলী (দেয়ালঘড়ি) ও আজাদ হোসেন (চেয়ার) প্রতীকে। সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন- বর্তমান পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল (হাতুড়ি) ও নাজিম উদ্দিন (কুঁড়েঘর) প্রতীকে। যুগ্মসম্পাদক পদে রুহুল আমিন (ট্রাক) ও কামরুল হাসান (হাতি), সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, আলমগীর হোসেন (গোলাপ ফুল) ও বর্তমান পরিষদের সদস্য জাকির হোসেন (রিকশা), প্রচার সম্পাদক পদে নুর ইসলাম (আম) ও আবু সাঈদ (মই), কোষাধ্যক্ষ পদে মজিবর রহমান (চশমা) ও জসিম উদ্দিন (গরুরগাড়ি), এছাড়া ৪টি সদস্য পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ৫ প্রার্থী। এরা হলেন- মনিরুজ্জামান মনির (চাকা), সাদ্দাম হোসেন (মোরগ), মন্টু হোসেন (বল) গিয়াস উদ্দিন (পাখা) ও জুয়েল হোসেন (মোমবাতি)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম জেনারেল ইসলাম।