চুয়াডাঙ্গায় প্রথম দশতলা ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরে ১০ তলা বিশাল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। শহীদ আবুল কাশেম সড়কে বাদুরতলার অদূরে ১০ তলা ফাউন্ডেশনের বিশাল ভবন নির্মাণ কাজের গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও ভবনের মালিক সিঙ্গাপুর প্রবাসী সাহিদুজ্জামান টরিকের মা মোছা. সাহিদা বেগম।

উদ্বোধনকালে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পাঁচকমলাপুর হাফেজিয়া কওমি মাদরাসার শিক্ষক হাজি বায়েজিদ হোসেন। উপস্থিত ছিলেন- ভবন নির্মাণ কাজে নিয়োজিত কলাকৌশলী, মাদরাসার শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সুধী। ভবনটি নির্মাণ করছেন চুয়াডাঙ্গার কৃতীসন্তান মুক্তিপাড়ার মরহুম হাজি সামসুজ্জোহার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সাহেদুজ্জামান টরিক। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামান করেছেন।