চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান : দুজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফোরকৃতরা আলাদা দুটি মামলার আসামি। থানার এসআই আকরাম হোসেন ও এএসআই তকিবুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শামীম (২২) নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি। অপরদিকে মেহেরপুরের দরবেশপুর গ্রামের চাঁদ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩০) যৌতুক নিরোধ আইন মামলার আসামি। তাদেরকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রেফতার করা হয়। আজ তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।