স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগনগর গ্রামে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রামের কলেজছাত্র আব্দুল্লাহর (২৫) বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিত মাদরাসা ছাত্রী নিজেই। গত বুধবার চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর গ্রামের দরিদ্র ওয়েলডিং মিস্ত্রির মেয়ে ডিঙ্গেদহ দাখিল মাদরাসার পঞ্চম ছাত্রী। সে গত মঙ্গলবার দুপুরে একা বাড়িতে ছিলো। এই সুযোগে গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৫) মাদরাসা ছাত্রীর বাড়িতে যেয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে মাদরাসাছাত্রীর পিতা এলাকার লোকজনকে সাথে নিয়ে আব্দুল্লাহকে বেঁধে রাখে। পরে গ্রামের মাতবর মুনসুর আলী, আলেক মণ্ডল, শহিদুল ইসলাম ও শওকত আলী সন্ধ্যায় বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্ত আব্দুল্লাহকে ছাড়িয়ে নিয়ে যান। পরদিন বুধবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়। মামলাতে অবশ্য ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়েছে।