স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সম্পাদক ও জাতীয় কৃষক সমিতির প্রাক্তন সভাপতি কমরেড অতিয়ার রহমান মৃত্যুবরণ করেছেন। গতপরশু রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল দাফন কাজ সম্পন্ন করা হয়। কমরেড আতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিরাজুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলেও মরহুম কমরেড আতিয়ার রহমানের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।