আলমসাধু থেকে পড়ে চুয়াডাঙ্গা দশমীর একজন আহত : রাজশাহী রেফার্ড

স্টাফ রিপোর্টার: চলন্ত আলমসাধু থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গার দশমী গ্রামের মমতাজ বেগম। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরোজগঞ্জের নিকটবর্তী নবীননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত আলমসাধু আকস্মিক ব্রেক দিলে এ ঘটনা ঘটে। আহত মমতাজ বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৫০) গতকাল বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে আলমসাধুযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। নবীননগর গ্রামে পৌঁছুলে চালক আকস্মিক ব্রেক করেন। সাথে সাথে মমতাজ বেগম আলমসাধু থেকে ছিটকে পিচ রাস্তার ওপর পড়ে যান। তিনি রক্তাক্ত জখম হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।