আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বণ্ডবিল থেকে ভোররাতে রাস্তার গাছ চুরি করার সময় এক চোরকে তাড়িয়ে ধরেছে পুলিশ। এ সময় সাথে থাকা কয়েকজন চোর পালিয়ে যায়। গতপরশু আলমডাঙ্গা থানার হাইওয়ে ডিউটিরত পুলিশ ভোররাতে গ্রেফতার করে। আলমডাঙ্গা নওদাবণ্ডবিলের আমিরুলের ছেলে তুহিন (২০) গত বুধবার ভোর রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বণ্ডবিলে কয়েকজন মিলে রাস্তার গাছ চুরি করে কাটতে যায়। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে থানার এএসআই মেজবাহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের পিছু নেন এবং তুহিনকে তাড়িয়ে ধরেন। এলাকাবাসী জানায়, এ চোরচক্র ভোরে ঢাকা থেকে আসা বাসে ডাকাতি করার জন্য রাস্তার গাছ কাটছিলো। কিন্তু সময়মতো থানা পুলিশ উপস্তিত হওয়ার তা ভেস্তে যায়। তুহিনকে গতকালই আদালতে প্রেরণ করা হয়।