মেহেরপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার হয়েছে। পুলিশ গতকাল বুধবার সদর উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করেছে। ভোরে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার দীঘিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে ওই গ্রামের দেলোয়ারের ছেলে সোহাগ (২২) ও একই গ্রামের ইসাহকের ছেলে সিদ্দিককে (২৪) গ্রেফতার করে থানায় নেন। এছাড়া সকালে সদর থানার এসআই বাবুল সঙ্গীয় সোর্স নিয়ে সদর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক মশিউর রহমানকে (৩০) গ্রেফতার করে থানায় নেন।

Leave a comment