ভারতে ৮ হাত-পা নিয়ে শিশুর জন্ম এবং …

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্বাঞ্চলীয় বারুইপুর শহরে ৪ হাত ও ৪ পা নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। সদ্যজাত পুত্র সন্তানকে দেব-শিশু হিসেবে বর্ণনা করছেন তার পিতামাতা। হিন্দু এক দেবতার সাথে শিশুটির সাদৃশ্য থাকায় তাকে দেব-শিশু বলা হচ্ছে। দেবতা ব্রহ্মার পুত্র হিসেবে তাকে আখ্যায়িত করছেন উৎসুক মানুষ। হাজার হাজার কৌতুহলী মানুষ নবজাতক শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এক আত্মীয় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলছিলেন, যখন শিশুটি প্রথম ভূমিষ্ঠ হয়, আমরা বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বলেন, নার্সরা বলছিলেন শিশুটি বেশ অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু, আমি বুঝতে পারছিলাম, এটা দেবতার ইশারা। তিনি আরও বলেন, আসলে এটা অলৌকিক। সে দেবতার শিশু।

Leave a comment