চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বখশিসের নামে জোরপূর্বক টাকা আদায় : তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে বখশিসের নামে জোরপূর্বক টাকা আদায়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন তত্ত্বাবধায়কের কাছে। তবে রোগীর লোকদের কাছে এ ওয়ার্ডে নিয়মিত টাকা আদায় করা হয়ে থাকে। বিনা রশিদে কাউকে টাকা দেবেন না, এ স্লোগানটি আগে হাসপাতালের বিভিন্ন স্থানে লেখা থাকে। তবে ইদানীং হাসপাতালের দেয়াল থেকে এসব স্লোগান প্রায় মুছে গেছে। হাসপাতালের কিছু অসৎ কর্মচারী এগুলো মুছে দিয়েছে বলে কেউ কেউ জানিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তরুলতা গত মঙ্গলবার রাতে এক রোগীর লোকের কাছ থেকে বখশিসের নামে ৭শ টাকা নেন। বিষয়টি গতকাল দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে ভুক্তভোগীরা জানান, গাইনি ওয়ার্ডে সন্তান ভূমিষ্ঠ হলেও ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত বখশিস দাবি করেন নার্স ও কর্মচারীরা। গাইনি ওয়ার্ডে ইতঃপূর্বে লাল রঙ দিয়ে লেখা ছিলো ‘সন্তান প্রসবের পর কাউকে কোনো বখশিস দেবেন না। বখশিস চাইলে একটি মোবাইল নম্বরে অভিযোগ জানানোর কথা লেখা ছিলো। কিন্তু সেই স্লোগান সংবলিত লেখাটি অংশবিশেষ মুছে ফেলা হয়েছে। বাকিটুকু একটি পোস্টার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। যাতে রোগীর লোকজন ওই লেখাটি দেখতে না পারে। বিষয়টি খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীরা জানান।

Leave a comment