অস্ট্রিয়াকেও হারালো দুরন্ত ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের পর বদলে যাওয়া ব্রাজিলের জয়রথ থামাতে পারল না অস্ট্রিয়াও। ইউরোপের দলটিকে ২-১ গোলে হারিয়ে টানা ছয়টি ম্যাচ জিতলো দুঙ্গার শিষ্যরা। গত মঙ্গলবার ভিয়েনায় ব্রাজিলকে এক ঘণ্টারও বেশি সময় গোল-বঞ্চিত রেখেছিল স্বাগতিকরা। তবে দাভিদ লুইস আর ফিরমিনোর গোলে জয় পেতে অসুবিধা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে অবশ্য ব্রাজিলের জালে বল ঢুকিয়েছিলেন রুবিন ওকোটি। তবে মাথা দিয়ে বলের নাগাল না পেয়ে হাত ব্যবহার করায় হলুদকার্ড দেখতে হয় অস্ট্রিয়ার এ স্ট্রাইকারকে।