অবশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাধুনি সুফিয়াকে জীবননগরে বদলি

স্টাফ রিপোর্টার: অবশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাধুনি সুফিয়াকে জীবননগরে বদলি করা হয়েছে। রোগীদের খাবার চুরি হাতেনাতে ধরার পর কর্তৃপক্ষ তাকে এ বদলির সিদ্ধান্ত নেয়। একই সাথে জীবননগরের রাধুনি আয়েশাকে চুয়াডাঙ্গায় বদলির আদেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাধুনি সুফিয়া বেগমের বিরুদ্ধে রোগীদের খাবার চুরির অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে। গত ১৬ নভেম্বর রান্নাঘর থেকে কাঁচা মাছ নিয়ে চলে যাওয়ার সময় আবাসিক মেডিকেল অফিসার সুফিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, সুফিয়াকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। একই সাথে জীবননগরের রাধুনি আয়েশাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বদলি করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর জানান, আয়েশার বদলির বিষয়টি আমি এখনো নিশ্চিত নই। তবে শুনেছি। হাতে কাগজপত্র এলেই সঠিক করে বলা যাবে।

Leave a comment