মাথাভাঙ্গা মনিটর: মায়ের মমি করা লাশ নিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে জার্মানির এক নারী বাস করছিলেন। এমনকি ওই নারী মায়ের মমি নিয়ে একই বিছানায় ঘুমাতেন। গত সপ্তায় জার্মানের দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখ শহর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ৫৫ বছর বয়সী ওই মেয়েকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার একজন সমাজকর্মী ওই নারীর মায়ের সাথে দেখা করতে চান। কিন্তু ওই মেয়ে তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। এতে ওই সমাজকর্মী পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ফ্লাটের দরজা খোলার জন্য দমকল বাহিনীকে খবর দেয়। পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ব্লকের অন্য ভাড়াটেরা আগে অদ্ভূত গন্ধের কথা জানিয়েছিলেন। ভবনের ম্যানেজমেন্টকে তারা বলেন, ফ্লাটে থাকা বৃদ্ধাকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিলো না। জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানিয়েছে, ২০০৯ সালের মার্চে ৭৭ বছর বয়সে তার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়।