ঝিনাইদহে ১২ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ ও সমাবেশ করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ ১২ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে তারা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের চাকলাপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। প্ল্যাকার্ড ও ব্যানার সংবলিত মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে। বক্তব্য রাখেন নুরুল আফসার সবুজ, অমিত কুণ্ডু, মোহাম্মদ রাব্বি, মাইনুল ইসলাম, আসাদুল ইসলাম ও লিয়ন হোসেন প্রমুখ।

Leave a comment