জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান

 

সরোজগঞ্জ প্রতিনিধি: জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গত সোমবার সকাল ১১টায় ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি বৃত্তি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান অফিসে চুয়াডাঙ্গা জেলার ১৩টি শাখার সদস্যদর ৩৫ ছেলেমেয়েদের ওই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার তরফদার ইনামুল হাসান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইউপিপি এরিয়ার এরিয়া ম্যানেজার মো. আজিজুর রহমান, সরোজগঞ্জ শাখার ম্যানেজার মো. জামশেদ আলী, চুয়াডাঙ্গা সদর শাখার ম্যানেজার মো. রবিউল ইসলাম ও চুয়াডাঙ্গা ইউপিপি শাখার শাখা ম্যানেজার মো. আ. লতিফ, হাটবোয়ালিয়া শাখার ম্যানেজার নাজমুল হুদা, আলমডাঙ্গা শাখার ম্যানেজার আ. মতিন মিয়া, হিজলগাড়ি শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জীবননগর ইউপিপি শাখার শাখা ম্যানেজার পল্লব কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা আরএমসি এরিয়ার এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।