চুয়াডাঙ্গা জেলা যুবদলের দু অংশের মিছিলই পুলিশি বাধায় পণ্ড : ছাত্রদলের মিছিল আজ

তারেক জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা ও সমনজারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি : ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে হলেও মেহেরপুরে মিছিলের খবর পাওয়া যায়নি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবদলের দু অংশের কোনো অংশেরই বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। দু পক্ষই পৃথক স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। বাকযুদ্ধ ছাড়া তেমন অর্প্রীতিকর ঘটনা অবশ্য ঘটেনি। চুয়াডাঙ্গা জেলা যুবদলের মিছিলের তুলনায় একাংশ আয়োজিত মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিলো বেশি। এ অংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। অপরাংশের মিছিলে নেতৃত্বে ছিলেন জেল যুবলীগের আহ্বায়ক জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। ঝিনাইদহ যুবলীগসহ দেশের বিভিন্ন স্থানে যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমবেশ করেছে বলে খবর পাওয়া গেলেও মেহেরপুরে তেমন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিল বের করার প্রস্তুতি নিয়েছে। তবে তা গতকালের যুবদলের মিছিলের মতো পুলিশি বাধায় পণ্ড হবে কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে। অবশ্য দলীয়ভাবে পুলিশি বেরিকেড ভেঙে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের কথা ভাবছে নেতৃবৃন্দ। অপরদিকে পুলিশেরও বাড়তি প্রস্তুতি রয়েছে বলে একটি সূত্র আভাস দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা যুব দলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মজিবুল হক মালিক মজু। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুনাহার রীনা, দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, জেলা বিএনপি অন্যতম সদস্য মাহমুদুল হক পল্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সদর থানা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল হক মল্লিক, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমা, মিলন, মানিক, পিন্টু, লাল, জয়নাল, আজিজুল হক, সোহেল, এখলাচ, আরিফ, আশরাফুল, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাগরিব, মীর উজ্জল, মিন্টু, শমসের, জাহাঙ্গীর, মনির মুন্না, মতিয়ার রহমান, আক্কাচ, প্রিন্স, মোমিন, ওয়াদুদ, কালাম, নুহু, শাফি, দামুড়হুদা থানা যুবদলের আহ্বায়ক মহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান আনিস, আরিফুল ইসলাম, একরামুল, রুহুল, রহিদুল, আবুল কালাম, দেলোয়ার, দর্শনা পৌর যুবদলের অন্যতম নেতা জালাল, রুহিন, তোতা মোমিনুল, আরেফিন, ব্রাইট, জীবননগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ইউনুচ, হাকিম, মিন্টু, রুবেল, এখলাছুর, রাসেল, কিরণ, চুয়াডাঙ্গা যুবদলের সদস্য লিটন, আতিয়ার, দিনু, ইন্তাজ, লাভলু, জাহিদুল, মহি, মোবা, আরিফ, আবু, আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খান, শাজাহান খান, মোমিনুর রহমান মোমিন, ছাত্রনেতা শান্ত, শিমুল, হবি, নয়ন, নাসির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিবের বাকশালী সরকারের রূপ ধারণ করে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশে নতুন করে বাকশাল কায়েম করার পাঁয়তারা করছে। এ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার রাজনৈতিক দূরদর্শীতা দেখে ভয়ে কাতর হয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে শহীদ জিয়ার পরিবারকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে বাংলাদেশের জনগন সে আশা কখনোই পূরণ করতে দেবে না। আজ এ সরকার গুম, খুন, হত্যা, নির্যাতন রাহাজানি করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কখনোই দমন করে রাখতে পারবে না। বেগম খালেদা জিয়ার ডাকে আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে এই লুটেরাবাজ সরকারকে গণআন্দোলনের মাধ্যমে হটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার কায়েম করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃউদ্ধার করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু।

অপর দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা যুবদলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের বাকযুদ্ধ শুরু হয়। মিছিল করতে না দেয়ায় দলীয় কার্যালয়ের সামেন সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, চুয়াডাঙ্গা কুষকদলের সাধারণ সম্পাদক কমিশনার নাসমুস সালেহীন লিটন, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, আব্দুস সাত্তার মুন্সি, শাহনেওয়াজ কালু, ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফু উর জামান সিজার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, যুবদল নেতা ওহিদুল ইসলাম বাবু, ফারুক হোসেন, খাজা করিম, শোয়েব আক্তার, আশরাফুল ইসলাম ডালিম, রাজা মাস্টার প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধার প্রদানের জন্য পুলিশের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, পুলিশি হামলা-মামলা করে গণতন্ত্রের আন্দোলনকে বন্ধ করা যাবে না। জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার জ্য জাতীয়তাবাদি যুবদলের সকল নেতাকর্মী রাজ পথে ছিলো, আছে এবং থাকবে। তিনি আরও বলেন অপোষহীন নেতা বেগম খালেদা জিয়া ঘোষিত আগামী দিনের সকল প্রকার আন্দোলন ঐক্যবদ্ধভাবে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাতী যুবদল এ কর্মসূচির আয়োজন করে। দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ, বিচার বহির্ভুত হত্যা, গুম ও হামলা-মামলার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আশরাফুল ইসলাম পিন্টু, যুবনেতা মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, লোকমান হোসেন, রোকনুজ্জামান, মাহফুজুর রহমান ইপিআর, রবিউল ইসলাম, রাজু, আশরাফ হোসেন প্রমুখ।

Leave a comment