স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকের প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. শামসুদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। গত সোমবার পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. শামসুদ্দিনকে আরএমপির কমিশনার পদে বদলি করা হয়েছে। একই সাথে তার জায়গায় বদলি করা হয়েছে আরএমপির কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ.শ.ম ইমদাদুদ দস্তগীর জানান, জনস্বার্থে পুলিশ প্রশাসনকে আরো গতিশীল করতে এ রদবদল করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম শফিউল ইসলাম দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের দু দিনের মধ্যে পুলিশ প্রশাসনে এ রদবদল করা হলো।