দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পল্লিচিকিৎসকদের সাথে জেলা ড্রাগ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জুড়ানপর গনমিলনায়তন কেন্দ্রে বাংলাদেশ পল্লিচিকিৎসক কল্যাণ সমিতি দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে সমিতির সভাপতি শামসুজ্জোহা কোরাইশীর বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লিচিকিৎসক কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ড্রাগ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নওশাদুল ইসলাম। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব শেষে এলাকার বিভিন্ন মুদিদোকানে ওষুধ বিক্রি বন্ধের জন্য ড্রাগ সুপারের হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত পল্লিচিকিৎসকগণ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ও সহসাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান রতন।