দক্ষিণ আফ্রিকায় নিহত ঝিনাইদহের যুবক নাজমুলের দাফন সম্পন্ন

 

ঝিনাইদহ অফিস: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে নিহত ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের যুবক নাজমুল হকের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ভোরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নিহতের পরিবারসূত্র জানায়, গত ১১ নভেম্বর রাতে দক্ষিণ আফ্রিকার একটি মুদিদোকানে কর্মরত অবস্থায় স্থানীয় ডাকাতদের গুলিতে নাজমুল নিহত হন। এ সময় তার সহকর্মী একই গ্রামের রনি (২৩) আহত হন। নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন জানান, দু বছর আগে পিতার জমিজমা বিক্রি করে নাজমুল হক দক্ষিণ আফ্রিকায় চাকরির জন্য যান। সেখানে তিনি একটি মুদিদোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার রাতে একদল রেড ইন্ডিয়ান নাজমুলের মুদিদোকানে ঢুকে মালামাল ও অর্থ লুটপাট করে। এ সময় বাধা দিলে তাকে কুপিয়ে জখম করার পর গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার ছয় দিন পর গত রোববার ভোরে নাজমুলের লাশ নিজ বাড়িতে পৌঁছায়।