তারেকের বিরুদ্ধে সমন : ছাত্রদলের দু দিনব্যাপি প্রতিবাদ কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ভিত্তিতে আদালত কর্তৃক সমন জারির প্রতিবাদে দেশব্যাপি দু দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার দেশব্যাপি সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে এবং আজ বুধবার থানা, পৌর ও কলেজ সমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সকলকে যথাযথভাবে এ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এসব মিথ্যা, হয়রানিমূলক ও হাস্যকর মামলা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে উল্লেখ করেন, কোনো এক নির্দিষ্ট ব্যক্তির আঙুলির নির্দেশে যদি আদালত কারো পক্ষাবলম্বন করেন তাহলে এ দেশের সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এ অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে রাজশাহী বিশ্ববিদ্যায়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, ছাত্রদলনেতা মাজহারুল ইসলাম ও মেরাজুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে প্রকৃত খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।

Leave a comment