ঝিনাইদহে একাধিক মামলার আসামি জাহিদের আদালতে আত্মসমর্পণ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বহুল আলোচিত ডজনখানেক মামলার আসামি জাহিদ আদালতে আত্মসমর্পণ করেছে। গত রোববার ঝিনাইদহ বিজ্ঞ আমলি আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। সদর উপজেলার ঘোড়শাল গ্রামের চাঁদ আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদের অত্যাচারে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ শতাধিক পরিবার পালিয়ে বেড়াচ্ছিলো। এমন সংবাদ স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর ঝিনাইদহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বাধ্য হয়ে জাহিদ গত রোববার ৪টি মামলায় হাজিরা দিতে এলে তাকে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণ করে। জাহিদের বিরদ্ধে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।

সম্প্রতি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর থানার ওসি শাহাবউদ্দিন আজাদ ও নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঞ্জুরুল হাসান ও ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে তাদের বাড়িতে তুলে দেন এবং আশ্বাস দেন এলাকায় কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রশাসনের এমন আশ্বাসে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a comment