স্টাফ রিপোর্টার: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলারসহ ৬১৪ জন যাত্রীকে আটক করেছে নৌবাহিনী। সোমবার সকাল সাড়ে ৯টায় যাত্রীবাহী ওই জাহাজটিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের গভীর সাগর থেকে আটক করা হয়। নৌবাহিনীর সেন্টমার্টিন ফরোয়ার্ড বেসের ইনচার্জ লে. কমান্ডার মোস্তফা কামাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মোস্তফা কামাল জানান, নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয় সাগরে টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রলারটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রলারটির ৬১৪ যাত্রীকে আটক করা হয়। আটক করা ট্রলারটিকে সেন্টমার্টিনে ফেরত আনা হচ্ছে। রাতের মধ্যে এটি সেন্টমার্টিনে নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছুবে। সেন্ট মার্টিন বেইস শিফট ইনচার্জ লে. মোস্তফা কামাল জানান, কয়েকদিন ধরে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূল থেকে ছোট নৌযানে করে একটি বড় জাহাজে লোক জড়ো করছিলো আদমপাচারকারী চক্র। মালয়েশিয়ায় পাচারের জন্য ৬১৪ জনকে জাহাজে তুলে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানবপাচার ব্যাপক হারে বেড়ে যায়। গত মাসে থাইল্যান্ডের জঙ্গলে অর্ধশতাধিক বাঙালি শ্রমিক উদ্ধারের পর সাগরে তদারকি বাড়ায় কোস্টগার্ড ও নৌবাহিনী।