মেহেরপুরে ছাত্রলীগের কাউন্সিলে-বিএম মোজাম্মেল হক এমপি

বেগম জিয়া রাজাকারদের মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়ে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন

 

মেহেরপুর অফিস: খুনি জিয়াউর রহমান কুখ্যাত রাজাকারদের লালন পালন করেছে। তার পত্নী বেগম জিয়া ক্ষমতায় গিয়ে ওই সব রাজাকারদের মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়ে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন। তিনি আরো বলেন, তোমরা যারা ছাত্রলীগ করছো, তোমরাই মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের কাছে প্রতিষ্ঠিত করবে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমএম কামাল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এমএএস ইমন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক রাসেল, উপ-অর্থসম্পাদক আশানুজ্জামান মুকুল, সহসম্পাদক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন শুরুর পূর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে সম্মেলন স্থলে সমবেত হয়। এ সময় সেখানে নবীন ও প্রবীণ ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মেহেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করছিলেন। তবে কমিটি গঠন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারায় রাতেই তারা সম্মেলন স্থান ত্যাগ করেন। রাতের কোনো এক সময় জেলা ছাত্রলীগের কমিটির তালিকা ঘোষণা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।