মালয়েশিয়া প্রবাসী আন্দুলবাড়িয়ার যুবক মাজেদুল হকের হৃদরোগে মৃত্যু

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: দেশে কোনো কর্মসংস্থান না পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জীবননগরের আন্দুলবাড়িয়া খাপাড়ার মাজেদুল হক। গত শনিবার সন্ধ্যায় তার কর্মস্থলে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে তার মালয়েশিয়া প্রবাসী বন্ধু মহল নিশ্চিত করেছে। গত শনিবার রাত ১১টার দিকে এ খবর প্রথমে তার বন্ধু মহলে পৌঁছানোর পর গতকাল সকালে তার পরিবারের সদস্যদের মাঝে প্রকাশ পেয়েছে। খবর শুনে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বাবা-মা ও স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছিলেন।

জানা গেছে, আন্দুলবাড়িয়া খাপাড়ার কৃষক চাঁন্দা খার একমাত্র ছেলে মাজেদুল হক (৩৪)। তিনি দেশে লেখাপড়া শেষে কোনো কর্মসংস্থান মেলাতে না পেরে প্রবাসী বন্ধু মহলের সহযোগিতায় কর্মসংস্থানের আশ্বাস পেয়ে ৪ মাস পূর্বে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া পাড়ি দেন। গত শনিবার সন্ধ্যায় কর্মস্থলে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বাড়ি থেকে বিদায়কালে স্ত্রী ফরিদা খাতুন, বড় ছেলে পারভেজ (৮) ও ছোট ছেলে শিহাবকে (৪) বাড়িতে রেখে বাবা-মাকে বলেছিলেন ওদের দেখে রেখো। ওদের লেখাপড়ার প্রতি নজর রেখো। আমি স্বপ্নপূরণ করে ঠিকই দেশে ফিরবো। দেশে ফেরার পূর্বেই সে চলে গেলো না ফেরার দেশে। কিছু বুঝে ওঠার আগেই অবুঝ শিশু পারভেজ ও শিহাব চিরতরে হারালো তার পিতাকে। পরিবারের সদস্যরা বলছেন, তার লাশ দেশে ফিরিয়ে নিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তার লাশ দেশে ফিরবে তার অপেক্ষার প্রহর গুনছেন এখন প্রিয়জনরা।