মহেশপুর প্রতিনিধি: বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহেশপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তকাল করেন। সরকারের পক্ষ থেকে গতকাল রোববার সকাল ১০টায় মহেশপুর হাইস্কুল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন। তার জানাজায় অংশ নেন সাবেক এমপি মইনুদ্দিন মিয়াজী, ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খাঁন চুন্ন, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নুরুল ইসলামের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, সাবেক এমপি মইনুদ্দিন নিয়াজী ও সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।