ফেরার সিরিজে সেরা সাকিব

স্টাফ রিপোর্টার: প্রত্যাবর্তনের সিরিজ নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ব্যাট, বলে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচনে বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিলো না তার। ৩ টেস্টে ৬ ইনিংসে একটি শতক ও একটি অর্ধশতকসহ ৪১.৮৩ গড়ে ২৫১ রান করেন সাকিব; সেরা ১৩৭। বোলিংয়ে আরো উজ্জ্বল এই সিরিজেই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা সাকিব। ১৮.২৭ গড়ে ১৮ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ইনিংস সেরা ৬/৫৯; ম্যাচ সেরা ১০/১২৪। চমৎকার এই অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সিরিজ সেরার পুরস্কার পেলে মনের ভেতর একটা ভাল অনুভূতি থাকে। মনে হয়, দলের জন্য কিছু অবদান রাখতে পেরেছি। তারই একটা স্বীকৃতি এটা।

প্রথম ক্রিকেটার হিসেবে তিন ম্যাচের সিরিজে আড়াইশ’ রান ২০ উইকেটের খুব কাছে চলে গিয়েছিলেন সাকিব। মাত্র ২ উইকেটের জন্য অনন্য এই অর্জন হাতছাড়া হলেও তাতে কোনো আফসোস নেই এই অলরাউন্ডারের। সাকিব জানান, ব্যাটিংয়ে আরেকটু ভালো করতে পারতেন তিনি। তবে সব মিলিয়ে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। বিসিবির নিষেধাজ্ঞায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি সাকিব। প্রত্যাবর্তনের সিরিজে আলাদা কোনো লক্ষ্য ছিল না তার। “ভালো খেললে নিজের কাছে ভালো লাগে। আমি যখন ভালো খেলি না, বা দলের জন্য অবদান রাখতে পারি না, তখন খারাপ লাগে। ভালো পারফরম করলে বিশেষ কিছু মনে করেন না সাকিব। তবে বাংলাদেশের হয়ে খেলাকে সব সময়ই বিশেষ কিছু মনে করেন বলে জানান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে শুরুটা দারুণ করেন সাকিব। খুলনা টেস্টে আরো আলো ছড়ান এই অলরাউন্ডার। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।