স্টাফ রিপোর্টার: দেশব্যাপি হালনাগাদ ভোটার তালিকায় ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং নারী ভোটার ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন। নারীর চেয়ে পুরুষ ভোটার পাঁচ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি। সারাদেশে নিবন্ধিত ভোটারের মধ্যে নারীর সংখ্যা কম হলেও রাজধানী ঢাকায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি নিবন্ধিত হয়েছেন। গতকাল রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। হালনাগাদে ভোটার বাড়ার হার ৫ দশমিক ১৫ শতাংশ। তবে ইসি অস্বাভাবিক হারে নারী ভোটার কমে যাওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যেই হালনাগাদে কোনো দ্বৈত ভোটার আছে কি-না, তা যাচাই করা হবে। এরপর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।