কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেনের পিতার ইন্তেকাল

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের পিতা মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারী শহিদুল ইসলাম (৬৫) গতকাল রোববার ভোররাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তানসহ অস্যংখ গুণগ্রাহী রেখে গেছেন। ভোর ৩টার দিকে তিনি ঢাকাস্থ কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করলে সকালেই লাশ নিয়ে পরিবারের সদস্যরা নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের উদ্দেশে রওনা করেন। বেলা ২টার দিকে লাশ বাড়িতে পৌঁছুলে কান্নার রোল পড়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে বলিদাপাড়া কাওমি মাদরাসা প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর মরহুম শহিদুল ইসলাম জুম্মার নামাজ আদায় করার উদ্দেশে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে রওনা দেন। পথে চিনিকল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে কালীগঞ্জ, পরে যশোর ও সর্বশেষ ঢাকায় নেয়া হয়।

Leave a comment