আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবৈধ দোকান অপসারণ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উ[পজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অপসারিত হলো আনন্দধাম ব্রিজমোড় ও কালিদাসপুর নতুন ব্রিজমোড়ের প্রায় ৩০টি অবৈধ দোকান। এ অভিযান পরিচালনা করায় এলাকার সচেতনমহল উপজেলা নির্বাহী অফিসারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের আনন্দধাম ব্রিজমোড় ও কালিদাসপুর নতুন ব্রিজের দু পাশে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলেন স্থানীয়রা। কুমার নদ দখল করে পাকা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তারা বছরের পর বছর ব্যবসা করে আসছেন। এদের অনেকেরই এখন রয়েছে রাজনৈতিক দাপট। আনন্দধামের ব্রিজের দু পাশ দখল করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে ব্রিজের দু পাশের যেকোনো পাশ থেকেই যানবাহন ছুটে আসুক না কেন অপরদিক থেকে মোটেও বুঝে ওঠার সুযোগ থাকে না। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে প্রায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে কারণে এলাকাবাসীর এ দু স্পটের সমস্ত অবৈধ স্থাপনা অপসারণের দাবি ছিলো দীর্ঘদিনের।

এদিকে জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি অনুধাবন করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম ওই সমস্ত চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার নোটিশ দেন। নোটিশ পেয়েও সংশ্লিষ্ট অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেননি। ফলে গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ওই দুটি স্পটে অবৈধ স্থাপনা অপসারণের এক অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৩০টি অবৈধ দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়। কালিদাসপুর শাদা ব্রিজের নিকটের রফিকুল ইসলাম, সেকেন্দার আলী, সুবল কুমার দাস, বিশারত আলী, সঞ্জিত কুমার ও আনারুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া আনন্দধামের ব্রিজ সংলগ্ন সানোয়ার হোসেন, রবিউল ইসলাম, খবির উদ্দীন, গাজীর উদ্দীন, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, জিন্নাত আলী, ফারুক হোসেন, মহাবুল ইসলাম, হাশেম আলি, শমসের আলী, জোমাত আলী, সাইদুল ইসলাম, তারিক হোসেন, রেফাউল হক, জুলহাস, আকালে, মোসাব্বর, আকরামুল ইসলাম, আওরঙ্গজেব রিন্টুসহ প্রায় ৩০ জনের অবৈধভাবে নির্মিত ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়। উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা সালাহ উদ্দীন শামীম, এসআই জিয়াউর রহমান, এসআই গফুর, উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিস সহকারী আশরাফুল আলম, হারুন-অর রশিদ, সার্ভেয়ার শহিদুল ইসলাম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা রকিব উদ্দীন আহমেদ, উপজেলা ভূমি অফিস সহায়ক তরিকুল ইসলাম প্রমুখ।