সৌদি আরবে সুন্দরি প্রতিযোগিতা নিষিদ্ধ

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের ধর্মীয় পুলিশ সুন্দরি প্রতিযোগিতার একটি আয়োজনকে বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরি প্রতিযোগীতার ডাক দেয়া হয়েছিলো। খবর পেয়ে পুলিশ প্রতিযোগিতা আয়োজনের আগেই নিষেধাজ্ঞা আরোপ করে। গত শুক্রবার এ খবরটি প্রকাশ করেছে এমিরেটস ২৪/৭। আয়োজকরা ১৭ থেকে ২৭ বছর বয়সী নারীদেরকে প্রতিযোগিতার আহ্বান জানায়। মক্কার অদূরে একটি হোটেলে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিলো। বিজয়ীকে একটি সোনার আংটি উপহার হিসেবে দেয়ার কথা ছিলো। একটি পত্রিকার খবরে বলা হয়েছে কর্তৃপক্ষ আয়োজনের খবর পেয়ে হোটেলটিতে গিয়ে বুকিং বাতিল করে দেয়। আয়োজকদেরকেও খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।