যশোরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জের এমপির মামলা

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার যশোরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন। ঝিনাইদহের আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যশোরের মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল কবিরের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা করেছেন।

এমপি আনার তার মামলায় উল্লেখ করেছেন, তিনি একজন ভূষি মালব্যবসায়ী। যশোরের ব্যবসায়ী এনামুল কবির তার প্রতিষ্ঠান অরিন এন্টারপ্রাইজ থেকে বাকিতে ১৩ লাখ ৬৫ হাজার টাকার মালামাল কেনেন। সম্প্রতি পাওনা টাকা চাইলে এনামুল কবির ইসলামী ব্যাংকের সমুদয় টাকার একটি চেক দেন। কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরবর্তীতে ব্যবসায়ী এনামুলের সাথে যোগাযোগ করলে পাওনা টাকা দিতে অস্বীকার করে। গত ১ সেপ্টেম্বর এমপি আনার আইনজীবীর মাধ্যমে ৩০ দিনের সময় দিয়ে একটি লিগাল নোটিশ প্রদান করেন। এরপরও টাকা দিতে অস্বীকার করায় ঝিনাইদহ আদালতে মামলাটি দায়ের করেন তিনি।