মেহেরপুরের সোনাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৩

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের নিজাম উদ্দীন দফাদার (৬০), ইছহাক আলী দফাদার (৬৫) ও নাজিম উদ্দীন মোল্লা (৬০)। তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবেরপাড়া গ্রামের খেজমত আলীর সোনাপুর গ্রামে একটি পুকুর রয়েছে। পুকুরটি নিয়ে সোনাপুর গ্রামের নাজিম উদ্দীন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উভয়পক্ষ মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। পুকুরটিতে খেজমত আলী মাছচাষ করে আসছেন। গতকাল বেলা ১২টার দিকে নাজিম উদ্দীন মোল্লার লোকজন সাথে নিয়ে মাছ ধরতে যায়। এ সময় নিজাম উদ্দীন দফাদারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালায় তারা। তাদের হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়।