মাথাভাঙ্গা মনিটর: ভুটানে কিংস কাপ জয় দিয়ে শুরু করেছে শেখ জামাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। শেখ জামালের গোলগুলো করেন ডারবো ল্যান্ডিং, ওয়েডসেন আনসেলমে ও রুবেল মিয়া। গতকাল শনিবার ‘এ’ গ্রুপের এ ম্যাচের ২৫তম মিনিটে গোল করে জামালকে এগিয়ে দেন গাম্বিয়ার ফুটবলার ল্যান্ডিং। ৭০তম মিনিটে হাইতির ফুটবলার ওয়েডসেন গোলে ব্যবধান বাড়ায় মারুফুল হকের দল। ম্যাচের শেষ দিকে রুবেলের গোলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ভুটানের এই আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শেখ জামাল ও আবাহনী লিমিটেড খেলছে। আজ রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের আসাম ইলেক্ট্রিসিটি লিমিটেডের মুখোমুখি হবে আবাহনী।