মাথাভাঙ্গা মনিটর: সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ভারতের কাছে তাদের হারটা ৫-১ গোলের। আফগানিস্তানকে ৬-১ গোলে হারিয়ে পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর শুরু করেছিলো বাংলাদেশ। জিন্নাহ ফুটবল স্টেডিয়ামে শনিবার ভারতকে ৪৬তম মিনিট পর্যন্ত আটকে রাখে সুই নু প্রু মারমারা। কিন্তু এরপর আর পারেনি বাংলাদেশ। ৪৬তম মিনিটে ভারতকে এগিয়ে দেন উমা পতি দেবী। এরপর মান্দারানী, বেলা দেবী ও ইন্দু মাতি বাংলাদেশ জালে গোল করেন। বেলা দেবী করেন জোড়া গোল। ৮৪তম মিনিটে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন সহঅধিনায়ক সাবিনা খাতুন। গতকাল শনিবার হারের পরও ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল খেলার আশা টিকে আছে বাংলাদেশের। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তালিকায় শীর্ষে থাকা ভারত। আগামীকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।