ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
স্টাফ রিপোর্টার: ‘দক্ষতা সংস্কৃতি জাতীয় সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে চুযাডাঙ্গায় শোভযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল শনিবার শোভাযাত্রা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
আইডিই জেনিক চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, র্যালিটি চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন র্যালিতে অংশ নেন। র্যালি শেষে ডাকবাংলো চত্বরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী রেজা হোসেন জোয়ার্দ্দার বাবু। বক্তব্য রাখেন ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার তরুণ, ইবরুল হাসান জোয়ার্দ্দার, রোকজনুজ্জামান, কাজী রফিকুল হক, নূরূল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলের চুয়াডাঙ্গা নির্বাহী ওমর আলী প্রমুখ। আলোচনাসভাটি পরিচালনায় ছিলেন জেনিক চুয়াডাঙ্গার সহসভাপতি আব্দুর রহমান।