ঝিনাইদহ এখন নসিমনমুক্ত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় লাইসেন্সবিহীন ড্রাইভার, ফিটনেসবিহীন বাস-ট্রাক এবং অবৈধ নসিমন-করিমন আলমসাধুর বিরুদ্ধে পাঁচ দিন ধরে অভিযান চলছে। লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে ড্রাইভাররা রাস্তায় নামছেন না। আর ফিটনেসবিহীন বাস-ট্রাকের মালিকরাও সড়কে গাড়ি নামাচ্ছেন না। তারা বাস-ট্রাক বিভিন্ন স্থানে পার্কিং করে রেখেছেন। মহাসড়কগুলোতে অবৈধ নসিমন, করিমন ও আলমসাধু চলাচল প্রায় উঠে গেছে। ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, ঝিনাইদহে এ পর্যন্ত ১২০টি অবৈধ নসিমন ও আলমসাধু আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ১১২ ফিটনেসবিহীন বাস-ট্রাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।