জেলে বন্দিদের দিয়ে দেহ ব্যবসা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ব্যাঙ্গালুরের জেলে মহিলা বন্দিদের দিয়ে জোরজবরদস্তি দেহ-ব্যবসা চালাচ্ছিলো জেল কর্তৃপক্ষ। এজন্য পুরুষ বন্দিদের কাছ থেকে জেল ওয়ার্ডেনরা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত নিতেন। এ ঘটনা জানাজানি হয় দু মহিলা বন্দির চিঠিতে। খবরে বলা হয়, জেল কর্তৃপক্ষের কথা না মানলে বাড়ির লোকের সাথে দেখা করতে দেয়া হতো না মহিলা বন্দিদের। এছাড়া প্যারোলে মুক্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি করা হবে, এমন হুমকি দিয়ে মহিলা বন্দিদের জোর করেই দেহব্যবসার কাজে বাধ্য করা হতো। এ সব সমস্যার কথা উল্লেখ করে জেলের অভিযোগ বাক্সে কয়েকটি চিঠি পোস্ট করেছিলেন মহিলা বন্দিরা। যা পৌঁছায় এক বিচারকের হাতে। এরপর কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিগুলো পাঠিয়ে দেন ওই বিচারপতি। এ ঘটনার তদন্তে রাজ্যের শিশু ও নারীকল্যাণ দফতরকে নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলা হয়েছে।