স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে জাতীয় কুচকাওয়াজে অংশ নেয়ার জন্য চুয়াডাঙ্গার তিন বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা রেলপাড়ার আলী আজগর ফটিক, ভুলটিয়ার রহমত আলী ও জীবননগর বদ্দিনগরের সামসুল হককে মনোনীত করে তাদেরকে ২৩ নভেম্বর বিছানাপত্রসহ ২৫ দিন থাকার জন্য সরাসরি প্যারেড মাঠে যাওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার আবু হোসেন স্বাক্ষরিত পত্র মারফত এ তথ্য জানানো হয়েছে।