আলমডাঙ্গা হারদীর ইয়থ ক্লাবের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী গ্রামের ইয়থ ক্লাবের আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় হারদী নিপ্পন জোহা কমপ্লেক্সমাঠে জোড়পুকুর ও বাদিয়াপাড়ার মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় একটি ষাঁড় ও একটি ছাগল পুরস্কার প্রদান করেন। বাদিয়াপাড়া ১-০ গোলে জোড়পুকুরকে হারিয়ে বিজয় লাভ করে। হারদী ইউপি সদস্য আব্দুস সাত্তার সুফির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, ওসমানপুর ক্যাম্প আইসি এএসআই আমীর হোসেন, সহকারী শিক্ষক ওমর খৈয়ম, হাজি চাঁদ আলী, ইউপি সদস্য আবু সাঈদ, জিল্লুর রহমান, শামসুল ইসলাম, রাফেজা বেগম, আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ খান, আলো, কামরুল ইসলাম সদু, তাজনুর আহমেদ, রমজান, রানা, টিপু, রুবেলসহ হারদী ইয়থ ক্লাবের সকল সদস্যবৃন্দরা।