স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পশুহাট এলাকা থেকে জিলাপি খেয়ে একই পরিবারের তিন শিশুসহ ছয়জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। আলমডাঙ্গা বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। ডায়রিয়া আক্রান্তদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভাধীন বাবুপাড়ার বাবর আলী গত শুক্রবার স্থানীয় পশুহাট এলাকার একটি দোকান থেকে জিলিপি কিনে আনেন। এ জিলিপি খাওয়ার একে একে তিন শিশুসহ পরিবারের ছয়জন ডায়রিয়ায় আক্রান্ত হন। অসুস্থরা হলেন বাবর আলী (৪৫), স্ত্রী ইশারন (৪০), স্বপন (৪৮), আশিক (৯), অপু (৬) ও মিমি (১১)। এদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। ইশারনকে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা গুরুতর। তিনি জানান, বাজার থেকে জিলিপি আনার পর আমরা বাড়ির সবাই খাই। এরপর থেকেই একে একে সবাই ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি। সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবুল হোসেন জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে এ ঘটনা ঘটেছে বলে মনে হয়।