মাথাভাঙ্গা মনিটর: এক মাসও হয়নি হৃতিকের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরই মধ্যে নতুন বিতর্কে জড়ালো তার নাম। মুম্বাইয়ে এক থিয়েটারের বাইরে তাকে দেখা গেছে এক নারীর সাথে। হলে তিনি কোনো একটি ছবি দেখতে গিয়েছিলেন। আর তারপরই শো শেষে তিনি একটি গেট থেকে বের হন। তারপরই পাশের গেট থেকে বেরিয়ে আসে একজন মেয়ে। তার পরনে জিনসের প্যান্ট ও জ্যাকেট। এসেই তিনি হৃতিককে জড়িয়ে ধরেন। হৃতিকও দারুণ আগ্রহে তাকে আলিঙ্গন করেন। কিন্তু কে এই নারী? এর পরিচয় অবশ্য জানা যায়নি। ইনি শুধুই কোনো এক অনুরাগী নাকি হৃতিকের আরও ঘনিষ্ঠ কোনো বন্ধু তাও কেউ বলতে পারছেন না। কিন্তু এই কারণেই কি হৃতিক-সুজানের চৌদ্দ বছরের বিবাহিত জীবনে ইতি পড়লো? এর আগে একাধিক সংবাদপত্র অবশ্য জানিয়েছিলো হৃতিকের বহুগামী স্বভাবই তার বিয়ে ভাঙার একমাত্র কারণ।