স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে চেয়ার ছোড়া-ছুড়ি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় নেতাদের সামনেই এ সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের কর্মীদেরকে অংশ নেয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ২৫ জন আহত হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৮ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের আলাউদ্দিন শিশুপার্কে বিশাল আয়োজন করা হয়। সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ গোলমাল বাধে। সকাল সাড়ে ১১টায় সম্মেলন শুরু হলে অতিথিদের আসন গ্রহণসহ উদ্বোধনী বক্তেব্যের পর মাঝখান থেকে গোলমাল শুরু হয়ে তা ছড়িয়ে পরে। একাংশের নেতা পটুয়াখালীর পৌর মেয়র বক্তৃতা দিতে উঠলে উপস্থিত ডেলিগেটদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় মেয়রের অনুসারী কাউন্সিলর বাসু কুণ্ড রামদা বের করে হামলা করলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এ সময় কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয়। প্রায় ১৫ মিনিট ধরে চেয়ার ছোড়া-ছুড়ি চলতে থাকে। সংঘর্ষ প্রায় থেমে আসার মুহূর্তে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।