মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাজধানী নয়াদিল্লির মান্দাওয়ালি এলাকা থেকে ১৫ বছর বয়সী বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে তাকে প্রথমে কোলকাতা ও পরে দিল্লিতে পতিতাবৃত্তির জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় দু বছর আগে আখতার নামে এক নারীর কাছে তার পিতা তাকে বিক্রি করেছিলো। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে ফ্রান্সে পাচারের চেষ্টাও করা হয়। আদম ব্যবসায়ীরা তাকে বহুবার ধর্ষণও করে। হতভাগ্য ওই তরুণীর পরিচয় বা বাংলাদেশে কোন জেলায় তার বাড়ি, তা উল্লেখ করা হয়নি। এ ঘটনায় জড়িত আলমগীর ও রাজকুমার নামে দু আদমব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নারী আদমব্যবসায়ী আখতার এখনও পলাতক ও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।