অনশনে অসুস্থ ১২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে অনশনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো অনশন চলছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের। বিকেলে অনশনস্থলে গিয়ে দেখা যায় শতাধিক অনশনকারীর মধ্যে অসুস্থ ১২ জনকে স্যালাইন দেয়া হচ্ছে। এরা হলেন- ইমরান হোসেন, মাহবুব হাসান, আহমেদ সাগর, প্রান্ত, রিয়াজ, ইমরান, তামজীদ, ফাইজুল, ফারহানা রহমান তোরা, ফারজানা আক্তার, সজল ও যুথী। আগামী বছর থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়ার পর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। এরমধ্যে একবার মিছিলে হামলা হলেও আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। প্রায় দেড় মাস বিক্ষোভ-মিছিলের পর গত বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।