রেলমন্ত্রীর বৌভাতে অতিথি সাড়ে ৩ হাজার

 

স্টাফ রিপোর্টার: সদ্যবিবাহিত রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার বৌভাত আজ শুক্রবার। এদিন সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি মিলনায়তে নবদম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ, জাতীয় সংসদের স্পিকার ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রী-এমপিসহ সাড়ে ৩ হাজার অতিথি অংশ নেবেন। এরকমই প্রস্তুতি নেয়া হয়েছে। ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনায় কনের বাড়িতে রেলমন্ত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়।