মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম রাউন্ডের খেলায় সহজ জয় পেয়েছে পিরোজপুর জনতা ক্লাব অ্যান্ড লাইব্রেরি। গতকাল বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৬-১ গোলের বিশাল ব্যবধানে লিয়ন ষ্টার ক্লাবকে পরাজিত করে।
প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় মাসুদের দেয়া গোলে লিড নেয় লিয়ন স্টার ক্লাব। পরের মিনিটেই বিজয়ী দলের রাজের দেয়া গোলে সমতা আনে বিজয়ী দল। প্রথমার্ধের শেষের দিকে রাজ আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিরোজপুর জনতা ক্লাব।