মাথাভাঙ্গা মনিটর: মাদক পাচারের দায়ে বলিউডের নব্বই দশকের আলোচিত অভিনেত্রী মমতা কুলকার্নি ও তার কথিত স্বামী বিজয় ভিকি গোস্বামীকে গ্রেফতার করেছে কেনিয়া পুলিশ। মাদক পাচারের প্রমাণও পেয়েছে পুলিশ। মমতা কুলকার্নি প্রায় এক যুগ ধরে বলিউড থেকে দূরে রয়েছেন। শুধু তাই নয়, এই সময়ে নিজেকে একজন যোগিনী হিসেবেও প্রমাণ করতে চেয়েছেন তিনি। অথচ শেষ পর্যন্ত তিনি তার কথিত স্বামীকে সাথে নিয়ে কেনিয়ায় মাদক পাচারের অভিযোগে ধরা পড়েছেন। একই সাথে পাকিস্তানের দু নাগরিকও ধরাপড়েছ। বলিউডে অভিনয় করাটা ছিলো তার ভুল, ভুল বুঝতে পেরে যোগিনী হিসেবে সৃষ্টিকর্তার তপস্যা করেই পুরো জীবন পার করবেন- এমনটাই কদিন আগেও জানিয়েছেন মমতা। সারা জীবন একাই থাকবেন বলেও সে সময় ঘোষণা দেন তিনি। এদিকে মধ্যবয়সী ভিকির সাথে মমতার সম্পর্ক বেশ পুরোনো। বলিউডে কাজ করা অবস্থায় মমতা লিভ টুগেদারও করেছেন তার সাথে। ভিকি আসলেই মমতার স্বামী কি-না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তবে ভিকি মাদক পাচারের দায়ে এরই মধ্যে ১৫ বছর কারাভোগ করেছেন। ২০১২ সালে তিনি কারাগার থেকে বের হয়ে অবারও মাদক পাচারে জড়িয়ে পড়েন। মুক্তিরপর আবারও বিদেশে ধরা পড়তে হলো তাকে।