মাথাভাঙ্গা মনিটর: বলিউডের আলোচিত ও ব্যবসা সফল ছবি মানেই ধুম ফ্রাঞ্চাইজি। এখানে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশান ও আমির খানের মতো তারকারা। এবার শোনা যাচ্ছে শাহরুখ খান তনয় আরিয়ান খানও যুক্ত হতে যাচ্ছেন এর সাথে। সম্প্রতি শাহরুখ খান ইয়াশ রাজ ফিল্মের ধুম ফ্রাঞ্চাইজিতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন। এখন শোনা যাচ্ছে, ধুম সিরিজের অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ তনয় আরিয়ান খান। গুঞ্জন ধুম-৬ সিরিজে আরিয়ানকে চান আদিত্য চোপড়া। এ ছবিটির যৌথ প্রযোজনায় থাকবেন শাহরুখ নিজে। তবে এখন আরিয়ানকে অদূর ভবিষ্যতে বলিউডে আনার চিন্তা করলেও শাহরুখ চান আরিয়ানের পড়ালেখা সম্পূর্ণ হওয়ার পর এবং ২১ বছর পূর্ণ হওয়ার পরই সে অভিনয় জগতে আসুক। গতকাল বৃহস্পতিবার আরিয়ান ১৭ বছরে পা দিয়েছে। আরো শোনা যাচ্ছে, ধুম সিরিজের পরবর্তী ছবি ধুম-৪ এ মূল খলনায়ক হিসেবে দেখা যাবে সালমান খানকে।