প্রতিপক্ষের ড্যাগারের আঘাতে হারদীর আলীহিম জখম হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন

 

আলমডাঙ্গা ব্যুরো: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গার হারদী গ্রামের আলীহিমকে ড্যাগার মেরে জখম করা হয়েছে। হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেলে হারদী কৃষি ক্লাবের নিকট চা দোকানি কাজীর সাথে একই গ্রামের আলীহিমের ছেলে দীনুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। এ ঝগড়ায় শেষ পর্যন্ত আরও অনেকে জড়িয়ে পড়ে। ঝগড়া বিবাদের একপর্যায়ে আলীহিমকে উদ্দেশ্য করে ড্যাগার মারা হয়। ড্যাগার আলীহিমের ডান পায়ের উরুতে লেগে জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় হারদী গ্রামের রেজেক আলীর ছেলে লাল্টু, ওল্টু, বেল্টু, মৃত গণির ছেলে ইসরাইল, বাহারের ছেলে শরিফ, মৃত জামাতের ছেলে গুলিমসহ ১৯ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আলীহিমের ছেলে দীন মোহাম্মদ দীনু।